ব্লগ সম্পর্কে

আমি মোহাম্মদ রুহুল আমিন। ছোটবেলা থেকেই ভ্রমণ করতে ভালোবাসি। কাজের ফাঁকে একটু অবসর পেলেই চলে যাই বেড়াতে। বন, পাহাড়, ঝর্ণা, হাওর, নদী ও সমুদ্র আমার প্রিয় ভ্রমণ গন্তব‌্য। আমি আমার ব‌্যক্তিগত ডায়েরিতে আমার ভ্রমণের গল্পগুলো লিখে রাখি। কিন্তু ব‌্যক্তিগত ডায়েরির লেখাতো আর সবাই পড়তে পারে না। অবসর সময়ে আমার লেখাগুলো আমি নিজেই পড়ি।

Ruhul Amin's Diary ব্লগটি শুরু করার মূল কারণ হলো আমার ভ্রমণের অভিজ্ঞতা ও অনুভূতিগুলো সবার সাথে ভাগ করে নেওয়া। এখন থেকে আমার ভ্রমণ গল্পগুলো লিখে ব্লগে পোস্ট করে সবার সাথে শেয়ার করবো। পাশাপাশি বিভিন্ন সময়ে আমি বিভিন্ন বিষয়ে আমার মনের চিন্তা ভাবনা গুলো লেখার চেষ্টা করি। সেই লেখাগুলোও নিয়মিত ব্লগে পাবলিশ করার চেষ্টা করবো ঈনশাআল্লাহ।